আড়াইহাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Sanchoy Biswas
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:০৫ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আড়াইহাজার উপজেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর ২০২৫) বিকেল ৩টায় উপজেলার বিএনপি পার্টি অফিসে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সহ-অর্থনীতি বিষয়ক সম্পাদক জননেতা মাহমুদুর রহমান সুমন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নুরুল ইসলাম নুরু, সাবেক সভাপতি ফ্লোরিডা বিএনপি, আমেরিকা; প্রধান বক্তা ছিলেন পারভিন আক্তার, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় মহিলা দল।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

আলোচনা সভার সভাপতিত্ব করেন আতাউর রহমান আঙ্গুর, সাবেক সংসদ সদস্য, এবং সঞ্চালনা করেন জুবায়ের রহমান জিকে, সাবেক সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “যারা বিগত দেড় বছর আমাদের এবং সাধারণ জনগণের ওপর অন্যায়-অবিচার করেছে, লুটপাট করেছে, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসায় জড়িত থেকেছে—তাদের সঙ্গে কোনো আপোষ নেই। আড়াইহাজারের জনগণ তাদের ঘৃণা করে এবং প্রতিরোধ গড়ে তুলেছে।”

তিনি আরও বলেন, “বিএনপির প্রতি আমার অনুরোধ—আড়াইহাজারের জনগণের প্রত্যাশা অনুযায়ী, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে প্রার্থী মনোনয়ন দিন, যাতে জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হতে পারে।”

সভায় উপস্থিত বক্তারা প্রধান অতিথির বক্তব্যের প্রতি একমত পোষণ করেন এবং বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তারা বলেন, “ঐতিহাসিক ৭ই নভেম্বর হলো জাতীয় বিপ্লব ও সংহতির দিন। এই দিনেই জাতি ফিরে পেয়েছিল স্বাধীনতার চেতনা, জাতীয় ঐক্য ও গণতন্ত্রের পথ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে দেশপ্রেমিক সেনা, ছাত্র ও শ্রমজীবী মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অংশ নিয়েছিল।”

আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ ৭ই নভেম্বরের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।