বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, পাঁচজন আটক

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১০ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৫ | আপডেট: ৮:১০ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর বাংলামোটর এলাকায় এনসিপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত প্রায় ১১টার দিকে টানা কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। মোট পাঁচটি ককটেল নিক্ষেপ করা হয় বলে জানা গেছে, যার মধ্যে চারটি ফেটে যায় এবং একটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।

এসময় সন্দেহভাজন অবস্থায় পাঁচজনকে আটক করে স্থানীয় এনসিপি নেতা-কর্মীরা। তাদের মধ্যে একজন পালানোর সময় জনতার গণধোলাইয়ের শিকার হন। পরে সকলকে পুলিশে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

ঘটনাস্থলে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, রাত ১০টা ৫৫ মিনিট থেকে ১১টার মধ্যে রূপায়ণ টাওয়ার সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। ককটেল নিক্ষেপের পর হামলাকারীরা মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করলে এনসিপি কর্মীরা ধাওয়া দিয়ে দুইজনকে ধরে ফেলে। পরে আরও তিনজনকে আটক করা সম্ভব হয়।

পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং অবিস্ফোরিত ককটেলটি নিষ্ক্রিয় করার কাজ শুরু করে। রমনা থানার এসআই অরূপ বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

এদিকে পালানোর সময় আটক হওয়া মো. মাসুদুর রহমান (২৮) নামে এক যুবক গণধোলাইয়ের শিকার হন। পুলিশ জানায়, তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার বাসিন্দা এবং বর্তমানে রামপুরার দক্ষিণ বনশ্রী এলাকায় থাকতেন। তাকে উদ্ধার করে রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।