প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৫ | আপডেট: ৩:৫৭ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

 নিজ ফেসবুক লাইভে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে বাঁশখালীর ছাত্রলীগ নেতা শেফায়েতুল ইসলাম ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) ভোরে কক্সবাজার সদর থানা পুলিশের একটি টিম শহরের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

পুলিশ জানায়, ফেসবুকে হুমকিমূলক ভিডিও প্রকাশের পর থেকে ইমরান পলাতক ছিলেন। তাকে ধরতে চট্টগ্রাম, গোপালগঞ্জ, ঢাকা ও কক্সবাজারে একাধিক অভিযান চালানো হয়।

ইমরান সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরোধী প্রচারণা ও উস্কানিমূলক বক্তব্য প্রচার করতেন। সর্বশেষ ৯ নভেম্বর বাঁশখালীর প্রধান সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের নেতৃত্ব দেন তিনি।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

স্থানীয় সূত্রে জানা গেছে, ইমরান বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মধুখালী এলাকার রেজাউল করিমের ছেলে। সম্প্রতি তিনি বিএম কনটেইনার ডিপোতে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তবে ফেসবুক লাইভে হুমকিমূলক ভিডিও প্রকাশের পর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”