আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেব না: মামুনুল হক
আন্দোলন-সংগ্রাম করে এক ফ্যাসিবাদের পতন ঘটানো হয়েছে। দেশে আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেব না—বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় নরসিংদীর শিবপুর দানুয়া কলেজ মাঠে শিবপুর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আব্দুল বাছেদ কাসেমীর সভাপতিত্বে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি
তিনি বলেন, দেশপ্রেমিক ইসলামী জনতার যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে তা আগামী নির্বাচনে প্রভাব ফেলবে। আমরা আগামীর দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ব। যে আন্দোলন আমরা শুরু করেছি, হয় আমাদের জীবন বিসর্জন যাবে, না হয় দেশ এবং জাতির বিজয় ছিনিয়ে আনব—ইনশাআল্লাহ।
এ সময় খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুফতি রাকিবুল ইসলামকে নরসিংদী-৩ (শিবপুর) আসনের এমপি প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন এবং দলীয় প্রতীক রিকশা তুলে দেন।
আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ খেলাফত মজলিসের অভিভাবক পরিষদের চেয়ারম্যান আল্লামা ইসমাইল নূরপুরী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলান, নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুন নূর প্রমুখ।





