রংপুরে নারী ছদ্মবেশে প্রতারণা

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার ২ আসামি গ্রেফতার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ন, ২৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:০৫ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) রংপুর মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটের দিকে কোতয়ালী থানার কলেজ রোড, আলমনগর ও বনানী পাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

এটিইউ জানায়, একটি সংঘবদ্ধ প্রতারণা চক্র নারী ছদ্মবেশে সোশ্যাল মিডিয়ায় প্রেমের সম্পর্ক স্থাপন করে ভুক্তভোগীদের নগ্ন ছবি ও ভিডিও ধারণ করত। পরে এসব ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আত্মসাৎ করছিল চক্রটি। তথ্য বিশ্লেষণ ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে চক্রটির মূলহোতা সহ দুইজনকে আটক করা হয়।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

গ্রেফতারকৃতরা হলেন— রংপুরের কোতয়ালী থানার বনানী পাড়া কলেজ রোড এলাকার আনছার আলীর ছেলে মো. আজম আলী(২৫) এবং রংপুরের কোতয়ালী থানার কেল্লাবন্দ সর্দার পাড়া এলাকার মো. আসাদুজ্জামানের ছেলে মো. সাফায়েত হোসেন। অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়।

ঘটনার সূত্র ধরে ডিএমপি উত্তরা পশ্চিম থানায় মামলা নং ১৯, তারিখ ১৬ নভেম্বর ২০২৫, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ৮(১)/৮(২)/৮(৩) ধারায় রুজু করা হয়। উত্তরা পশ্চিম থানার অনুরোধপত্র এবং প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে এটিইউর অর্গানাইজড ক্রাইম শাখা ও রংপুর বিভাগীয় অফিস যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এটিইউ-এর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল, পিপিএম।