পঞ্চগড়ে শীতের চাপ বাড়ছে, পাঁচ দিন ধরে তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ন, ৩০ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:৫৫ অপরাহ্ন, ৩০ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পঞ্চগড়ে ক্রমেই বাড়ছে শীতের দাপট। টানা পাঁচ দিন ধরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অবস্থান করায় শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। ভোরে হালকা কুয়াশা দেখা গেলেও ঘন কুয়াশার উপস্থিতি নেই। তবে সকালে সূর্যের আলো মিললেও তা শীতের তীব্রতা কমাতে পারেনি।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

এর আগের দিনও একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। তারও আগে কয়েকদিন তাপমাত্রা ১৩ দশমিক ২ থেকে ১৩ দশমিক ১ ডিগ্রির মধ্যে ওঠানামা করেছে। ফলে সকাল-বিকালে শীতের প্রকোপ স্পষ্টভাবে টের পাওয়া যাচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, পঞ্চগড় অঞ্চলে শীত ধীরে ধীরে আরও বৃদ্ধি পাচ্ছে। ডিসেম্বরের শুরুর দিকে তাপমাত্রা আরও কমে যাওয়ার পাশাপাশি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার