গজারিয়াতে সিলিন্ডার বিস্ফোরণে দুই বাড়ি ভস্মীভূত, ক্ষতি প্রায় ১৫ লাখ টাকা

Sanchoy Biswas
মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ন, ০৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:২৯ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নে বুধবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা জানান, ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামের সরকারি প্রাইমারি স্কুল সংলগ্ন রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে দুইটি ঘর ভস্মীভূত হয়। ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টার পর পোনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

আগুনে রেনু মিয়ার বাড়ি ও সিরাজ প্রধানের বাড়ি পুরোপুরি ভস্মীভূত হয়েছে। ঘরের আসবাবপত্র, নগদ টাকা, কাপড়-চোপড়সহ সবকিছু পুড়ে গেছে। আগুন নেভাতে পানি ছিটানোর কারণে পাশের ইনসান আলী ও শুকুর আলীর বাড়িতেও আংশিক ক্ষতি হয়েছে। এতে চারটি পরিবার একেবারে নিঃস্ব হয়ে পড়েছে।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া বলেন, “খবর পাওয়ার ২৭ মিনিটের মধ্যেই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। দ্রুত কাজ শুরু করায় আগুন আর ছড়িয়ে পড়তে পারেনি। ক্ষয়ক্ষতি প্রায় ১৫ লাখ টাকা হলেও প্রাণহানি না হওয়ায় আল্লাহর শুকরিয়া।” তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে। তারা সরকারি ও বেসরকারি সহযোগিতার জন্য আবেদন করেছেন।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার