ঘন কুয়াশা ও শীতের তীব্রতায় কুড়িগ্রামে জনজীবন স্থবির
উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। হিমেল হাওয়া ও নিম্ন তাপমাত্রায় জেলার সাধারণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডে নেমেছে স্থবিরতা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর থেকে সড়কজুড়ে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যায়, ফলে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলছে যানবাহন।
রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে, সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, খেটে-খাওয়া মানুষ ও নিম্নআয়ের শ্রমজীবীরা।
আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি
যাত্রাপুর ইউনিয়নের দিনমজুর আজিজ মিয়া জানান, “ঠান্ডা এত বেশি যে সকালে ঘর থেকে বের হওয়াই কষ্টকর। কিন্তু না বের হলে তো খাবারই জোটে না।” একই কথা জানান সদর উপজেলার রিকশাচালক আমিনুল ইসলামও। তিনি বলেন, “ঠান্ডা সহ্য করে বের হইছি, কিন্তু রাস্তায় লোকজনই নাই। ভাড়া না পেলে সংসার কীভাবে চলবে চিন্তায় আছি।”
শীত বাড়ার সাথে সাথে আশ্রয়হীন ও দরিদ্র মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা স্থানীয়দের।
আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার





