ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৪
ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগতির বাসের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়ে–মুচড়ে যাওয়ার ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন। একই ঘটনায় দুই শিশুসহ আরও চারজন আহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরের দিকে ফরিদপুর–ভাঙ্গা–বরিশাল মহাসড়কের পূর্ব শদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, টেকেরহাটমুখী অটোরিকশাটি চুমুরদী ইউনিয়নের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস সজোরে ধাক্কা দিলে অটোরিকশাটি রাস্তার পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই দুই নারী ও এক পুরুষের মৃত্যু হয়। তাদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ রোকিবুজ্জামান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং আহতদের দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তিনি বলেন, বাসটি শনাক্তের চেষ্টা চলছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।





