খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কুড়িগ্রামে দোয়া ও সদকা আদায়
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে কুড়িগ্রামে দোয়া কুরআন খতম ও সদকা দেওয়া হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর গ্রামের বাড়ি কুড়িগ্রামের সর্দার পাড়া ও আশপাশের এতিমখানা এবং মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন। এ সময় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর গ্রামের বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় রুহুল কবির রিজভীর স্ত্রী আরজুমান আরা আইভি, আরিফুর রহমান তোষারসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শুক্রবার (৫ ডিসেম্বের) সকাল থেকে কোরান খতম দেওয়ার পর বিশেষ দোয়া করা হয়। এরপর তিনটি ছাগল জবাই করে মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে মাংস বিতরণ করে সদকায়ে জারিয়া আদায় করা হয়।
এ সময় রুহুল কবির রিজভী বলেন,বহু ষড়যন্ত্র করে খালেদা জিয়াকে দেশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তুু দৃঢ় মনোবল ও সাহস নিয়ে সব সময় মানুষের পাশে ছিলেন।
আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি
তিনি বলেন,বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি ও তার অঙ্গ সংগঠন নয়,দেশে ও দেশের বাহিরেও মানুষ ও গভীর উদ্বেগ ও সমবেদনায় আক্রান্ত। বেগম খালেদা জিয়ার জন্য সবাইকে তার নিজ নিজ অবস্থান থেকে দোয়া করার আহবান জানান তিনি।





