কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

Sadek Ali
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৮:০৮ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা–ময়মনসিংহ রেলসড়কে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। 

শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় এ ঘটনা ঘটে। ইঞ্জিনের ত্রুটির কারণে জ্বালানি তেল ও মবিল বাইরে বের হতে থাকায় যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত ট্রেন থেকে নেমে যান।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১৩

যাত্রীরা জানান, ময়মনসিংহ থেকে ঢাকাগামী ট্রেনটি কাওরাইদ স্টেশনে নিয়মিত বিরতি দেওয়ার পর পুনরায় চলতে শুরু করে। কিছু দূর যেতে না যেতেই ইঞ্জিনে তীব্র শব্দ হয়, সঙ্গে কমে যায় গতি। পরে ইঞ্জিনের ভেতর থেকে মবিল ছিটকে যাত্রীদের গায়ে পড়তে শুরু করে। আকস্মিক পরিস্থিতিতে অনেকে দৌড়ে নিচে নেমে আশপাশে নিরাপদ স্থানে ছড়িয়ে পড়েন।

খবর পেয়ে রেলওয়ে ও স্থানীয় পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শামীম বলেন, ইঞ্জিন হঠাৎ অচল হয়ে পড়ায় ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিকল ইঞ্জিন সরাতে ও ট্রেনটি সচল করতে ইতোমধ্যে বিকল্প ইঞ্জিন পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩

তিনি আরও জানান, রুট বন্ধ থাকায় আশপাশের স্টেশনগুলোতে কয়েকটি ট্রেন আটকে আছে এবং যাত্রীরা স্টেশনেই অপেক্ষা করছেন। ইঞ্জিন মেরামত কিংবা বিকল্প ইঞ্জিন যুক্ত হওয়া পর্যন্ত রেল যোগাযোগ স্বাভাবিক হবে না।