ব্রাহ্মণবাড়িয়ায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা থেকে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।
শনিবার (৬ ডিসেম্বর) ভোরে উপজেলার ইসলামপুর এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। আটক হওয়া পণ্য আখাউড়া কাস্টমসে জমা দেওয়া হবে।
আরও পড়ুন: ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
বিজিবি ২৫ ব্যালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জব্বার আহমেদ জানান, অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় কসমেটিকস ৪১৪ পিস, চকলেট ১০,৫২৪ পিস, ভারতীয় ফুড সাপ্লিমেন্ট ট্যাবলেট ১২১ প্যাকেট, পাঞ্জাবী ১০০ পিস, শাড়ি ১৫ পিস, শাল চাদর ১২১ পিস এবং সোয়েটার ৯০ পিস জব্দ করা হয়। আটককৃত ভারতীয় চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ২৭,৮২,৮০০ টাকা। সীমান্ত দিয়ে যেন ভারত থেকে মাদকদ্রব্যসহ যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধপরিকর। পৃথক অভিযানে শুক্রবার সন্ধ্যায় কাশিনগর এলাকা থেকে ৭১ বোতল ভারতীয় মদ, নোয়াবাদী এলাকা থেকে ২৪ কেজি গাঁজা জব্দ করা হয়।





