রামগঞ্জের বাঁশঘরে পারিবারিক সম্পত্তির বিরোধ, ভাতিজাদের হাতে চাচা নিহত

Sanchoy Biswas
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ন, ০২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:২২ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার বাঁশঘর গ্রামে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজাদের হামলায় চাচা নিহত হয়েছেন।

গতকাল সোমবার (০১ ডিসেম্বর) রাত ১০টায় পৌরসভার ২ নং ওয়ার্ডের বাঁশঘর গ্রামে আহম্মদ আলী হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

জানাগেছে, পৌরসভার বাঁশঘর আহম্মদ উল্যা হাজী বাড়িতে পারিবারিক সম্পত্তি নিয়ে চাচা হাসমত উল্যাহ ও ভাতিজা তোফায়েল (৩৭) ও মোহন (৩৪) গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার রাত ১০টার দিকে ভাতিজা তোফায়েল গংদের নেতৃত্বে অজ্ঞাত ৮–৯ জন সন্ত্রাসী রাতের বেলায় চাচা হাসমত উল্যাহের বাড়ির সম্পত্তি দখল করতে গেলে চাচা বাধা প্রদান করেন। এতে ভাতিজা গং ক্ষিপ্ত হয়ে চাচা হাসমত উল্যাহর উপর অমানবিক হামলা চালায়।

হাসমত উল্যাহ অচেতন হয়ে পড়েন। ঘটনাস্থলে হট্টগোল ও ডাক-চিৎকার শুনে এলাকার মানুষজন জড়ো হন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রামগঞ্জ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

ঘটনার পর তোফায়েল ও মোহন আত্মগোপনে চলে যান। উত্তেজিত জনতা মঙ্গলবার সকালে খুনিদের বসতঘর ভাঙচুর করে আসবাবপত্র বাইরে ফেলে জ্বালিয়ে দেয়।

রামগঞ্জ থানার ওসি আবদুল বারী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত চলছে।