স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসকসহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৮:৫৪ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্প্রতি বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ১২০ জন চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে উন্নীত করেছে। সেবা বিভাগের যুগ্মসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।  

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশ এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর চিকিৎসকরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী চতুর্থ গ্রেডে সুপারনিউমারারি সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পাবেন। পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকরা পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) দায়িত্ব পালন করবেন এবং আগামী ১১ ডিসেম্বরের মধ্যে স্বাস্থ্য সেবা বিভাগে যোগদানপত্র পাঠাতে হবে।  

আরও পড়ুন: সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হবে

সুপারনিউমারারি পদে থাকা চিকিৎসকদের সংশ্লিষ্ট বিধিবিধান মেনে চলতে হবে এবং পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত কোনো বদলি বা কর্মস্থল পরিবর্তন করা যাবে না। লিয়েন, প্রেষণ, শিক্ষা ছুটি বা মাতৃত্বকালীন ছুটিতে থাকা চিকিৎসকদের ক্ষেত্রে পদোন্নতি ছুটি শেষে কার্যকর হবে।  

মন্ত্রণালয় জানিয়েছে, ভবিষ্যতে কোনো কর্মকর্তার বিরূপ তথ্য পাওয়া গেলে প্রজ্ঞাপন সংশোধন বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।  

আরও পড়ুন: নির্বাচনের আগে সিএমপির ১৬ থানার ওসি রদবদল