সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জুলাই বিপ্লবের স্বপ্ন পূরণ হবে: কুলাউড়ায় ডিসি পাভেল
আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে নির্বাচন পরিচালনায় কাজ করছে বলে জানিয়েছেন মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক (ডিসি) তৌহিদুজ্জামান পাভেল। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে জুলাই বিপ্লবের তরুণদের স্বপ্ন বাস্তবায়ন করা হবে। এ নির্বাচন হবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক।
রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে কুলাউড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলীয় নেতা এবং সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: টাঙ্গাইল সদরে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মৌনমিছিল
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিনের সঞ্চালনায় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক বেলাল আহমদ চৌধুরী, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম. শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখইসহ সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা কুলাউড়ার নানামুখী সমস্যা তুলে ধরেন। তারা বলেন, শহরে নিত্যদিনের যানজট, চিকিৎসক সংকট ও রেলযাত্রীদের টিকিট-জটিলতা জনদুর্ভোগ বাড়িয়ে তুলছে। এ ছাড়া কুলাউড়াকে পরিকল্পিতভাবে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা, শহরে বিনোদনকেন্দ্র স্থাপন এবং প্রকৃত জুলাই যোদ্ধাদের তালিকা প্রণয়ন করে সরকারি সুবিধা নিশ্চিত করার দাবি উপস্থাপন করেন।
আরও পড়ুন: পঞ্চগড়ে টানা তিন দিন ১০ ডিগ্রি, শীতের তীব্রতা বেড়েছে





