স্বেচ্ছাশ্রমে দৃষ্টিনন্দন কাঠের সেতু নির্মাণ, ১০ হাজার মানুষের যাতায়াতে স্বস্তি ফিরলো ভেলাবাড়ীতে

Sanchoy Biswas
আবু বক্কর সিদ্দিক, লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:১৩ অপরাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ঝাড়ীরঝার এলাকায় রত্নাই নদীর ওপর স্বেচ্ছাশ্রমে দৃষ্টিনন্দন কাঠের সেতু নির্মাণ করেছে জেলা যুবদল। এতে নদীর দুই পাড়ের তিন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থীসহ দুই ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে। সোমবার বিকেলে সেতুটির উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

স্থানীয়রা জানান, রত্নাই নদীর পশ্চিম পাশে আদিতমারীর ভেলাবাড়ী ইউনিয়ন এবং পূর্ব পাশে দূর্গাপুর ইউনিয়ন ও ভেলাবাড়ীর একাংশে মানুষের বসবাস। নদীর ওপারে একটি প্রাথমিক ও একটি উচ্চ বিদ্যালয় এবং অপর পাশে আরও একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিদিন নৌকায় পার হতে হতো। এতে বাড়তি খরচ, সময় নষ্ট, নিরাপত্তাহীনতা ছিল নিত্যসঙ্গী। বিশেষ করে বর্ষায় নদীর পানি বৃদ্ধি পেলে দুর্ভোগ আরও চরমে উঠত। কৃষকদের ক্ষেতের ফসল নিয়ে নদী পার হওয়াটাও ছিল বড় বিড়ম্বনা।

আরও পড়ুন: নবীনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মানবিক দৃষ্টিকোণ থেকে এলাকার মানুষের কষ্ট লাঘবে উদ্যোগ নেন জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ, সদস্য সচিব হাসান আলী, স্থানীয় নেতা আব্দুল করিম এবং ভেলাবাড়ী ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা। নিজেদের অর্থায়নে এবং স্বেচ্ছাশ্রমে দুই লক্ষাধিক টাকা ব্যয়ে ৭৫ ফুট দৈর্ঘ্য ও ৫ ফুট প্রস্থের কাঠের সেতুটি নির্মাণ করেন তারা।

ঝাড়ীরঝার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম মিয়া বলেন, “এই সেতুটি সবচেয়ে বেশি উপকারে আসবে আমাদের এলাকার শিক্ষার্থীদের। আগে নৌকা পারাপারের কারণে শঙ্কা, সময় নষ্ট এবং ভোগান্তি ছিল নিয়মিত ঘটনা। এখন বাধাহীনভাবে ক্লাসে আসা-যাওয়া করতে পারবে শিশুরা।”

আরও পড়ুন: গাজীপুর জেলা প্রশাসকের মতবিনিময়: আসন্ন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্বশীল হওয়ার আহ্বান

স্থানীয়রা জানান, এ সেতু শুধু শিক্ষার্থীদের নয়, কৃষক, শ্রমজীবী ও সাধারণ মানুষের জীবনেও এনেছে স্বস্তি। হাটবাজার, ইউনিয়ন পরিষদ ও জেলা শহরে যাতায়াতের পথ কয়েক কিলোমিটার কমে গেছে, কমেছে সময় ও খরচ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যক্ষ দুলু বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে শুধুই লোপাট করেছে। মানুষের ভোগান্তি দূরীকরণে কোনো উদ্যোগ নেয়নি। বিএনপি ক্ষমতায় এলে এসব এলাকায় নদীর ওপর পাকা সেতু নির্মাণ করা হবে।” তিনি যুবদলের এই উদ্যোগকে প্রশংসা করে বলেন, “স্বেচ্ছাশ্রমে এসব সেতু নির্মাণ মানুষের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

উদ্বোধন অনুষ্ঠানে জেলা বিএনপি, যুবদল এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।