লালমনিরহাটে ১৫ বিজিবির শীতবস্ত্র বিতরণ
অসহায় মানুষের পাশে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম
লালমনিরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ (১৫ বিজিবি) আয়োজিত মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হক।
অনুষ্ঠানে প্রায় ৫০০ অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “বিজিবি সব সময় সীমান্তে মাদকসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোরভাবে কাজ করে যাচ্ছে। দেশের নিরাপত্তা রক্ষায় বিজিবি প্রতিনিয়ত সচেতন ও সক্রিয় রয়েছে।”
আরও পড়ুন: ক্যান্সারে আক্রান্ত শিশুর পাশে নেই বাবা, একা সংগ্রাম করছেন মা
তিনি আরও সীমান্ত এলাকার শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবির চলমান তৎপরতার কথা উল্লেখ করে স্থানীয় জনগণের সহযোগিতা ও সমর্থনের আহ্বান জানান।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং বিপুলসংখ্যক স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন। তারা ১৫ বিজিবির এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও নিরাপত্তা ও জনকল্যাণে বিজিবির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন: রাজশাহীতে ৩০ ফুট গভীর পাইপে আটকা ২ বছরের শিশু, চলছে উদ্ধারের চেষ্টা
মতবিনিময় সভায় সীমান্ত অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি, বিজিবির নিয়মিত টহল কার্যক্রম এবং সামাজিক উন্নয়নমূলক ভূমিকা নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, সীমান্ত এলাকার সার্বিক উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে ১৫ বিজিবি দীর্ঘদিন ধরে কার্যকর ভূমিকা রেখে চলছে। বিশেষ করে শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে তাদের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।





