মুক্তিযুদ্ধের বুদ্ধিজীবীদের স্মরণে চিকিৎসক মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

Sanchoy Biswas
সঞ্জীব ভট্টাচার্য্য, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ন, ১২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১:১১ পূর্বাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট-এর মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ উপ-পরিষদের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ এবং চিকিৎসক মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান উপলক্ষে উইমেন্স ভলান্টারি অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, সমাজসেবক ও চিকিৎসক অধ্যাপক ডা. কাজী কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং চলচ্চিত্র নির্মাতা জনাব মসিহউদ্দিন শাকের এবং ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মনিরুল আলম।

অনুষ্ঠানে সংগঠনের পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. সুলতানা ফেরদৌসীর সঞ্চালনায় বীর চিকিৎসক মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান এবং বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রুহুল আমিনকে সম্মাননা প্রদান করা হয়।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১৩

মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ উপ-পরিষদের আহ্বায়ক ডা. শামসুদ্দীন আহমেদ স্বাগত বক্তব্য এবং সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. সারওয়ার ইবনে সালাম শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে আরও বক্তারা বলেন, যেকোনো দেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে সেই দেশের কোনো সফল আন্দোলন, গণ-অভ্যুত্থান বা রেজিম পরিবর্তন তুলনীয় নয় বা হতে পারে না। স্বাধীনতা একটি দেশের পরবর্তী সকল প্রজন্মের অহংকার।

আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশাত্মবোধক সংগীত পরিবেশনা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক একটি প্রামাণ্য চলচ্চিত্র ‘গড়াই পাড়ের গেরিলা’ প্রদর্শন করা হয়।