চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ন, ১৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:১৮ অপরাহ্ন, ১৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তফসিল ঘোষণার পর এটিই প্রথম কোনো প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জরিমানা করার ঘটনা ঘটেছে।

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশে শনিবার( ১৩ ডিসেম্বর) একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

আরও পড়ুন: হাদির ওপর হামলার প্রতিবাদে শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম জেলা প্রশাসন জানিয়েছে, নির্বাচন কমিশন ঘোষিত রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর ৯ ধারা লঙ্ঘনের দায়ে ২৭ ধারার বিধান অনুযায়ী এ জরিমানা করা হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর এটিই প্রথম কোনো প্রার্থীর বিরুদ্ধে এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি ও নজরদারি বৃদ্ধি