মনজুর এলাহী'র উপরই তৃণমূলে আস্থা, রাজনীতির মাঠে বাড়ছে জনপ্রিয়তা

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৯:৩২ পূর্বাহ্ন, ১৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১২:০৭ অপরাহ্ন, ১৭ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঘনিয়ে আসছে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বাজছে ভোটের দামামা। নির্বাচনী আলোচনায় মেতে উঠেছে শহর থেকে গ্রাম এমনকি রাস্তার মোরে মোরে চায়ের আড্ডায়। নির্বাচন যত ঘনিয়ে আসছে আলোচনার মাত্রাও ততো বৃদ্ধি পাচ্ছে। জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতনের পর বহুবছরের মিত্র দুই দল বিএনপি এবং জামায়াত এখন একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। এরই মধ্যে ৩০০ আসনের মধ্যে বিএনপি ২৭২টি আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছেন। নরসিংদীর ৫টি আসনে নরসিংদী-৩ (শিবপুর) ছাড়া বাকি ৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখনও প্রার্থীতা ঘোষণা হয়নি বিএনপির দূর্গ হিসেবে পরিচিত  নরসিংদী-৩ (শিবপুর) বিএনপির প্রয়াত সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার আসনটিতে। আর এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী। যিনি সততা ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে দলকে করেছেন সুসংগঠিত। তার সৎ, বিশ্বাসযোগ্যতা নীতিবান এবং দৃঢ়চেতা এবং যিনি কথা ও কাজে মিল রেখে, স্বচ্ছতার সাথে দলীয় সিদ্ধান্ত নিয়ে অন্যদের জন্য আদর্শ স্থাপন করে নজিরবিহীন দৃষ্টান্ত স্হাপন করে দলের মধ্যে আস্থা, আনুগত্য ও দায়বদ্ধতার সংস্কৃতি তৈরি করে অনুসারীদের কাছে শ্রদ্ধার পাত্রে পরিণত হয়েছেন এবং তৃণমূলকে সুসংগঠিত করে দলকে একটি টেকসই ও সফল ভিত্তি তৈরি করেছেন। তাই নরসিংদী তথা শিবপুরে মনজুর এলাহী'র জনপ্রিয়তা শীর্ষে। তৃণমূল থেকে শুরু করে ছাত্র-শিক্ষক-কৃষক-শ্রমিক-জনতা সবার কাছে রয়েছে তার গ্রহণ যোগ্যতা। জনপ্রিয় এই নেতা নিজ দল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কারও কাছে রাজনৈতিক গুরু, কারও বা সহযোদ্ধা, কেউ আবার তাকে মানেন অভিভাবক, আবার কারও কাছে জনতার নেতা। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক নানা সংকটে থেকেও শিবপুরের মানুষের পাশে থেকে বিএনপির এই নেতা হয়ে উঠেছেন সিংহ পুরুষ। কেবল রাজনৈতিক দলের নেতাকর্মী নন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, রিকশা চালক, দিনমজুর সহ সবশ্রেণি পেশার মানুষের কাছে মনজুর এলাহী একজন নিবেদিত প্রাণ। বিএনপির নেতাকর্মীদের কাছে তিনিই একজন গ্রহণযোগ্য ব্যক্তি ও সকলের আস্থাভাজন নেতা। যে কোনো কঠিন সময়ে তিনি শিবপুরবাসীর পক্ষে দাঁড়ান। এক কথায় শিবপুরের উন্নয়নের কণ্ঠস্বর ও রুপকার দুটোই তিনি। স্বৈরাচারবিরোধী আন্দোলন, আওয়ামী লীগ বিরোধী আন্দোলন, সর্বশেষ জুলাই আন্দোলন সংগ্রামে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়ে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। তৃণমূলের নেতাকর্মী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, আগামী সংসদ নির্বাচনে মনজুর এলাহীকে মনোনয়ন দেয়া হলে দুর্নীতিমুক্ত থেকে দায়িত্ব পালন করবেন এমনটাই তাদের প্রত্যাশা। তারা আরও বলেন, মনজুর এলাহী নরসিংদী-৩ (শিবপুর) থেকে মনোনয়ন পেলে তিনি দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে তিনি তার কাজের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবেন এবং সন্ত্রাস ও মাদকমুক্ত এবং শিক্ষা ও শিল্পনগরী গড়তে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন বলে নিশ্চিত নেতারা। শুধু তাই নয় তার সততা, নিষ্ঠা, উন্নয়ন, অগ্রগতি, শিক্ষা, অর্থনীতি, আইন প্রণয়ন সবক্ষেত্রেই মনজুর এলাহীর জ্ঞান ও অভিজ্ঞতা রয়েছে। তিনি রাজনীতিবিদ হিসাবে স্বচ্ছ ও পরিছন্ন। স্থানীয় নেতা-কর্মী-সমর্থকসহ গোটা শিবপুরবাসীর প্রাণের দাবী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার মনজুর এলাহীকে মনোনয়ন দিয়ে যথার্থ মূল্যায়ন করবেন। তাই আগামী ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনজুর এলাহীকে শিবপুরের এমপি হিসাবে দেখতে চান তৃণমূল নেতাকর্মী ও শিবপুরবাসীরা। বিএনপির তুখোড় এই নেতা জেলা বিএনপির সদস্য তৎপরবর্তীতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। বিগত ২০০৯ ও ২০১৪ সালে আওয়ামী লীগ  সরকারের আমলে পরপর দুইবার আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর নিজের অবস্থান তুলে ধরার পর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। দলের দুঃসময়ের তিনি নেতাকর্মী ও সমর্থকদের পাশে থেকে তার রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে বিএনপিকে শিবপুরে শক্তিশালী ও সুদৃঢ় ভিত্তির উপর দাড় করিয়ে শক্ত ঘাঁটিতে পরিণত করেছেন। ফলে সকল শ্রেণিপেশার মানুষ এখন বিএনপির আস্থার প্রতীকে পরিণত হয়েছে। পাশাপাশি মনজুর এলাহীও তৃণমূল নেতাকর্মীদের কাছে আস্থা ও ভরসার প্রতীক এবং শেষ ঠিকানায় পরিণত হয়েছেন। তিনি শুধু শিবপুরের রাজনীতিতে নয় নরসিংদী জেলার রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশ্বস্থতা অর্জন করেছেন।

এ ব্যাপারে মনজুর এলাহী বলেন, শিবপুর আসনে কাকে মনোনয়ন দিবেন এটা একমাত্র দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আগামীদিনের রাস্ট্রনায়ক তারেক রহমানই জানেন। তবে হতাশ হওয়ার কিছু নেই।

আরও পড়ুন: অযত্নে পড়ে আছে বীরশ্রেষ্ঠ মতিউরের জাদুঘর, রাতে মাদকসেবীদের আড্ডা

পরিশেষে মনজুর এলাহীকে মনোনয়ন দিয়ে যথার্থ মূল্যায়ন করবেন বলে শিবপুরবাসী এমনটাই আশা করেন।