চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ সড়ক দুর্ঘটনায় নিহত

Sanchoy Biswas
মো. সাবিত বিন নাছিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১২:৫৭ পূর্বাহ্ন, ১১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৬-১৭ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন তিনি।

গত ৬ ডিসেম্বর রাত দেড়টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চারিয়া বাজার সংলগ্ন এলাকায় চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলে তাকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। একই দুর্ঘটনায় হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ইটভাটা সমিতির সাধারণ সম্পাদক, মো. এমরান হোসেন চৌধুরী (৪২) ঘটনাস্থলেই নিহত হন।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের শাস্তিতেও বৈষম্য

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দলীয় সভা শেষে রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন মোঃ আরিফুল ইসলাম ও তার চাচা মো. এমরান হোসেন চৌধুরী। চারিয়া বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে দু’জনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা উদ্ধার করে মো. এমরান হোসেন চৌধুরীকে একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত অবস্থায় মোঃ আরিফুল ইসলামকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়, সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর ৯ ডিসেম্বর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনের প্রথম সারির একজন সাহসী ছাত্রনেতার অকাল মৃত্যুতে ক্যাম্পাসটিতে নেমে এসেছে শোকের ছায়া। ইতিমধ্যে এ ঘটনায় শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় সহ বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক ছাত্র সংগঠন ও এর নেতৃত্বরা। 

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও শ্রম অভিবাসন নিয়ে দিনব্যাপী সেমিনার

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের এ সংক্রান্ত একটি বিবৃতিতে মোঃ আরিফুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করে বলা হয়, ছোটবেলা থেকেই রাজনীতি সচেতন ও দেশপ্রেমিক একজন মেধাবী তরুণ হিসেবে তিনি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের কাজে আত্মনিয়োগ করেন। জাতীয়তাবাদী আদর্শের একজন ত্যাগী ও একনিষ্ঠ কর্মী হিসেবে জাতীয়তাবাদী রাজনীতির জন্য আরিফুল ইসলাম জীবনের শেষ সীমা পর্যন্ত নিরলস ভূমিকা পালন করে গেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছেন এবং শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয় স্বজনের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করছেন।