নিরাপত্তা শঙ্কায় চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার বন্ধ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২৫ অপরাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১:২৫ অপরাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কার কারণে চট্টগ্রামের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সেন্টারের সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছে চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন।

রোববার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাকের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রামের আইভ্যাক সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: আশুলিয়ায় ৫০৮ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

এতে আরও জানানো হয়, যেসব আবেদনকারীর ভিসার জন্য পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের ক্ষেত্রে পরবর্তীতে নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আইভ্যাক পুনরায় চালুর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, চট্টগ্রামের আইভ্যাক বন্ধ থাকায় ওই অঞ্চলের বিপুলসংখ্যক ভিসা আবেদনকারী সাময়িকভাবে ভোগান্তিতে পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও পড়ুন: দেখা নেই সূর্যের, কুয়াশা ও হিমেল হাওয়ায় কাঁপছে নওগাঁ