পটুয়াখালীতে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

Sanchoy Biswas
অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ন, ২২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:৫৮ অপরাহ্ন, ২২ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পটুয়াখালী জেলা রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতফ হোসেন চৌধুরী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী, দলীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য আবুল হাসান বোখারীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

সোমবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা সাবেক জেলা ছাত্রদল নেতা মোঃ আনিসুর রহমান। এ সময় বিএনপির সাবেক সদস্য মাকসুদ বায়েজিদ পান্না, মোহাম্মদ আবুল কালাম আজাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: শরীয়তপুরে এনসিপি ও ছাত্রদলের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে আহত ৮

অপরদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীসহ অন্যান্য নেতাকর্মীরা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এর আগে, ২১ ডিসেম্বর পটুয়াখালী-৪ আসনে বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন এবং পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

আরও পড়ুন: গজারিয়াতে হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক

এছাড়া, ১৮ ডিসেম্বর পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতী মোঃ আবু বক্কর সিদ্দিকী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।