লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু ও চোরাচালানি পণ্য জব্দ

Sanchoy Biswas
মো. আবু বক্কর, লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ৮:০১ অপরাহ্ন, ২২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:০১ অপরাহ্ন, ২২ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে ভারতীয় গরু, জিরা, চিনি ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিঘলটারী বিওপির একটি বিশেষ টহলদল সোমবার (২২ ডিসেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে আদিতমারী উপজেলার কাওয়ারচর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ভারতীয় সীমান্ত থেকে গরুসহ কয়েকজন চোরাকারবারি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা গরু ফেলে ভারতে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ২টি ভারতীয় গরু জব্দ করা হয়।

আরও পড়ুন: শরীয়তপুরে এনসিপি ও ছাত্রদলের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে আহত ৮

এদিকে, এর আগের দিন ২১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একই বিওপির আওতাধীন নামাটারী সীমান্ত এলাকায় টহল চলাকালে সন্দেহজনক এক ব্যক্তিকে বাইসাইকেলযোগে আসতে দেখা যায়। টহলদল তাকে চ্যালেঞ্জ করলে সে বাইসাইকেল রেখে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ভারতীয় জিরা ১২ কেজি, চিনি ৩৮ কেজি, ফুসকা ১০ কেজি, একটি কম্বল ও একটি বাইসাইকেল জব্দ করা হয়।

১৫ বিজিবি সূত্রে জানানো হয়, জব্দকৃত ২টি ভারতীয় গরুর আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। অন্যান্য মালামালসহ মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৮১ হাজার ৬৮০ টাকা। এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন: পটুয়াখালীতে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

এ বিষয়ে ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। স্পর্শকাতর সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”