সুনামগঞ্জে বিজিবির শীতবস্ত্র বিতরণ ও জনসচেতনতামূলক সভা
সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার হতদরিদ্র শীতার্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানবিক কার্যক্রমের অংশ হিসেবে, আজ শুক্রবার (২ জানুয়ারি) সকালে সুনামগঞ্জ-২৮ বিজিবির উদ্যোগে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী এলাকায় শীতবস্ত্র বিতরণ ও অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত হত্যা রোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, জেলার দোয়ারাবাজার উপজেলার ৮নং বোগলাবাজার ইউনিয়নের পেশকারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় এলাকার হতদরিদ্র জনগণের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১৩
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি সীমান্তবর্তী লোকজনের মাঝে খেলাধুলা সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নিয়মিত পরিচালনা করছে। তিনি বলেন, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে বিজিবির প্রতিটি সদস্য সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি বদ্ধপরিকর।





