পুলিশের হাত থেকে আ. লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ন, ০৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ২:৩১ পূর্বাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে জোড়া খুন মামলার তালিকাভুক্ত এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের পর পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় একটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জিয়াউল হক চৌধুরী (৪৩)। তিনি খানখানাবাদ ইউনিয়নের আলোচিত জোড়া খুন মামলার আসামি। সোমবার বিকেলে বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের কদমরসূল বটতলী বাজারের একটি চায়ের দোকানে অবস্থানকালে পুলিশ তাকে আটক করে।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১৩

গ্রেপ্তারের সময় হাতকড়া পরিয়ে তাকে পুলিশের গাড়িতে তোলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ সময় তার অনুসারীরা ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশি পাহারা ভেঙে তাকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায় তারা।

জিয়াউল হক চৌধুরী খানখানাবাদ ইউনিয়ন পরিষদের দুইবার চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময়ে সাবেক সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান চৌধুরীর রাজনৈতিক পর্বে তিনি খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বাঁশখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩

পুলিশের তথ্য অনুযায়ী, জিয়াউল হক চৌধুরীর বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি একাধিক মামলার পলাতক আসামি ছিলেন এবং দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের জন্য নজরদারিতে রাখা হয়েছিল।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ জানান, গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে অভিযুক্তের অনুসারীরা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয়। ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং পুনরায় গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।