ফরিদপুরে ট্রেনের ধাক্কায় তিন শ্রমিক নিহত

Sanchoy Biswas
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ন, ১২ জানুয়ারী ২০২৬ | আপডেট: ২:৩১ পূর্বাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় পিকআপ আরোহী জুট মিলের তিন শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরো ১০ জন। আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (১২ ই জানুয়ারি) বেলা তিনটার দিকে বোয়ালমারী উপজেলার সুতাশী এলাকায় ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১৩

স্থানীয় থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি ট্রেনের ধাক্কায় বোয়ালমারী উপজেলার সোতাশী রেলক্রসিং পার হবার সময় এ দুর্ঘটনা ঘটে। এর আগে স্থানীয় জনতা জুটমিলের শ্রমিকবাহী ভর্তি একটি পিকআপ রেললাইনে চলে আসে। এসময় ট্রেনের ধাক্কায় শ্রমিকবাহী পিকআপটি ছিটকে পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই পুরুষ ও এক নারী শ্রমিক নিহত হয়। আহত হয় বেশ কয়েকজন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, সুতাশী রেলক্রসিংয়ে কোন গেটম্যান না থাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 

খবর পেয়ে রাজবাড়ী রেলপুলিশ এর একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, স্থানীয়ভাবে রেল দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত বোয়ালমারী থানা পুলিশ উদ্ধারকার্য অংশ নেয় এবং এবং রেল পুলিশকে বিষয়টি জানানো হয়। বর্তমানে নিহত আহতদের পরিচয় শনাক্ত করার ব্যবস্থা করা হচ্ছে।