চেয়ারম্যান থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী
নাসিরনগরকে নতুনভাবে সাজানোর প্রতিশ্রুতি দিলেন ইকবাল চৌধুরী
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান ইকবাল চৌধুরী। তিনি নাসিরনগরের যোগাযোগ ব্যবস্থা, আইন-শৃঙ্খলা ও সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন নিশ্চিত হওয়ার পর ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে নাসিরনগর বাজারে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন ইকবাল চৌধুরী। এতে স্থানীয় ও জেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১৩
বর্ষীয়ান রাজনীতিবিদ ইকবাল চৌধুরী দীর্ঘ ১১ বছর নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি চারবার বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ন্যায়পরায়ণ বিচারক ও দক্ষ শালিশকারক হিসেবে এলাকায় তার সুখ্যাতি রয়েছে। উন্নয়নমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নির্বাচিত হলে নাসিরনগরের সঙ্গে জেলা ও সারাদেশের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও আধুনিক করা হবে। পাশাপাশি অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা হবে।” তিনি আরও বলেন, “যুব সমাজের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি করা হবে, মিথ্যা মামলা ও রাজনৈতিক হয়রানি থেকে জনগণকে মুক্ত করা হবে। শিক্ষা বিস্তারে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। সব মিলিয়ে নতুন আঙ্গিকে সাজিয়ে তোলা হবে আমার জন্মভূমি নাসিরনগরকে।”
আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩
ইকবাল চৌধুরী আরও বলেন, “এই নির্বাচন ক্ষমতার জন্য নয়; এটি মানুষের অধিকার, সম্মান ও মর্যাদা ফিরিয়ে আনার লড়াই। নাসিরনগরের মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমার একমাত্র শক্তি।”
এসময় বিশিষ্টজনদের মধ্যে এলএইচসি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মেয়াজ্জেম হোসেন চৌধুরী, পাইওনিয়ার ইন্সুরেন্স কোম্পানির চেয়ারম্যান শাহনেওয়াজ চৌধুরী, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ও ব্যবসায়িক নেতা ওয়াজ্জিল চৌধুরী, ব্যারিস্টার জেরিন চৌধুরী, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।





