চট্টগ্রামে ৩৩০ ‘দুষ্কৃতকারী’র প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ন, ১৭ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৭:৪৫ অপরাহ্ন, ১৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৩৩০ জন ব্যক্তিকে ‘দুষ্কৃতকারী’ হিসেবে চিহ্নিত করে তাদের নগরীতে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১৩

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৪০, ৪১ ও ৪৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এসব ব্যক্তিকে মহানগর এলাকা থেকে বহিষ্কার করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের চট্টগ্রাম মহানগরীতে প্রবেশ ও অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

পুলিশ জানায়, এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩

সিএমপি’র পক্ষ থেকে আরও বলা হয়, নগরীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, অপরাধ দমন জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগেও সিএমপি কমিশনার হাসিব আজিজ অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানান। গত বছর ১৩ আগস্ট বন্দর থানায় পুলিশের ওপর হামলার ঘটনার পর তিনি অস্ত্রধারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ওই সময় পুলিশের অভ্যন্তরীণ বেতার বার্তায় অস্ত্র বের করলেই গুলি চালানোর নির্দেশনা দেন তিনি।

পরবর্তীতে ১১ নভেম্বর আবারও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দিয়ে পুলিশ সদস্যদের ‘ব্রার্স্টফায়ার মোডে’ প্রস্তুত থাকার নির্দেশ দেন কমিশনার। এসব নির্দেশনা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।