বগুড়ায় পুলিশকে মারপিট ও চেকপোস্টে বাধা: গ্রেফতার-২

Sanchoy Biswas
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ন, ২১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১২:৫৮ পূর্বাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়া ধুনট উপজেলার হুকুম আলী বাসস্ট্যান্ডে থানা পুলিশ পুলিশ চেকপোস্ট বসিয়ে সরকারি নিয়ম অনুযায়ী যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করছিল। উক্ত সরকারি কাজে কতিপয় উশৃঙ্খল ব্যক্তি বাধা সৃষ্টি করে এবং পুলিশকে মারপিট করায় ০২ জনকে গ্রেফতার করা হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গত সোমবার (১৯শে জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ১০টার সময় যানবাহন তল্লাশির সময় ধুনট থানার ০২ পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা ধুনট উপজেলার মাটিকোড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে মাসুদ রানা (২৫) ও চরপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে শাহিনুর জামান গোলাপ (৪৫)।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১৩

পুলিশ সূত্রে জানা যায়, উক্ত ঘটনার দিন ধুনট থানা পুলিশ চেকপোস্ট বসিয়ে সরকারি নিয়ম অনুযায়ী যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করছিল। এসময় একটি মোটরসাইকেলের কাগজপত্র সঠিক না থাকায় এসআই আবুল কালাম আজাদ সেটির বিরুদ্ধে মামলা দেন। অপর একটি যানবাহনের কাগজপত্র সঠিক থাকায় কনস্টেবল আব্দুল খালেক তা ছেড়ে দেন।

এতে মাসুদ রানা ও শাহিনুর জামান গোলাপ অজ্ঞাতনামা ২০/২৫ জনকে সঙ্গে নিয়ে পুলিশ চেকপোস্টে এসে সরকারি কাজে বাধা দেয়। তারা পুলিশ চেকপোস্ট তুলে নেওয়ার জন্য পেশি শক্তি প্রয়োগ করে এবং এক পর্যায়ে কনস্টেবল আব্দুল খালেক ও আব্দুল হামিদকে অকথ্য ভাষায় গালিগালাজসহ এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকে।

আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩

উক্ত ঘটনার পরপরই বিষয়টি ধুনট থানায় জানানো হলে আহত ০২ পুলিশ সদস্যকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে।

এবিষয়ে (২১শে জানুয়ারি) ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, উক্ত ঘটনার বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে। সেই সূত্র ধরে মামলার পরপরই নিজ নিজ বাড়ি থেকে অভিযুক্ত ০২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।