আর ফ্যাসিবাদ ফিরতে দেবো না: কুলাউড়ায় প্রীতম দাস
মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে শহরের একটি অভিজাত হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা কমিটির আহ্বায়ক ফারুক উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্যসচিব জাহিদ রুমেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের এনসিপির সংসদ সদস্য প্রার্থী প্রীতম দাস।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১৩
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা ২৪-এর গণআন্দোলনকে হারিয়ে দিতে চাইবে, যারা সেই চেতনার অবমূল্যায়ন করবে—তারাই এ দেশে আবার ফ্যাসিবাদ কায়েমের পথ তৈরি করবে। আমাদের রক্ত থাকতে, আমাদের জীবন থাকতে এ দেশে আর কখনো ফ্যাসিবাদী শাসন ফিরে আসতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, গণতন্ত্র, জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে জাতীয় নাগরিক পার্টি আপসহীনভাবে কাজ করে যাবে। তৃণমূল থেকে সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে জনগণের প্রত্যাশা বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা এনসিপির আহ্বায়ক খালেদ হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম সরকার, জেলা ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজ মুস্তাকিম, জেলা যুবশক্তির যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমদ, উপজেলা এনসিপি যুগ্ম আহ্বায়ক কয়েস আহমদ, সাবিনা ইয়াসমিন, উপজেলা জামায়াতের শূরা সদস্য রাজানুর রহিম ইফতেখার প্রমুখ।





