র‌্যাব অভিযানে সরাইলে আড়াই মন গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, ট্রাক জব্দ

Sanchoy Biswas
চন্দন কুমার দেব, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ন, ২২ জানুয়ারী ২০২৬ | আপডেট: ২:৩১ পূর্বাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় র‌্যাবের অভিযানে আড়াই মন গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

র‌্যাব-৯ সূত্রে জানা যায়, বুধবার (২১ জানুয়ারি) রাতে র‌্যাব-৯, সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া) এর একটি টিম সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও টহল কার্যক্রম পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে শাহবাজপুর এলাকার জিলানী ফিলিং স্টেশনের সামনে একটি নীল-হলুদ রঙের ট্রাককে থামানোর চেষ্টা করা হয়। এ সময় ট্রাকটি দ্রুত পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে ট্রাকসহ তিনজনকে আটক করেন।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১৩

পরবর্তীতে আটককৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ট্রাকের পেছনের বডিতে থাকা পাঁচটি প্লাস্টিকের বস্তার ভেতর স্কচটেপে মোড়ানো ২২টি বান্ডিল উদ্ধার করা হয়। এসব বান্ডিল থেকে মোট ১০০ কেজি (আড়াই মন) গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—

আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩

১. মো. রবিউল ইসলাম (৩৪), গ্রাম: তালপট্টি, থানা: শিবগঞ্জ, জেলা: চাঁপাইনবাবগঞ্জ

২. মো. আবুল কালাম আজাদ (৫১), গ্রাম: আলীনগর, থানা ও জেলা: চাঁপাইনবাবগঞ্জ

৩. আব্দুর রউফ রবিন (২৭), গ্রাম: বেলপুকুর, থানা ও জেলা: চাঁপাইনবাবগঞ্জ

র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে জব্দকৃত গাঁজাসহ তাদের সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।