যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১১:২৬ অপরাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করলে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, গত ১৬ বছরে যারা মানুষের পাশে ছিলেন না, এখন তারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করতে পারেন।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলীতে বিসিক শিল্প পার্ক এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: নারীদের এনজিও ঋণের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল

তারেক রহমান বলেন, “অনেকেই এসে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের আপনারা চিনে রাখবেন। কারণ, গত ১৬ বছরে তাদের আমরা মাঠে দেখিনি। তারা তখন অন্যদের সঙ্গে ছিল, যারা একটি নির্দিষ্ট সময়ে দেশ ছেড়ে চলে গেছে।”

তিনি বলেন, “আজ এখানে লক্ষ লক্ষ মানুষ একত্র হয়েছেন। আমি চাইলে প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলতে পারতাম, কিন্তু তাতে আপনাদের কোনো উপকার হতো না।”

আরও পড়ুন: ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!

বিএনপির চেয়ারম্যান বলেন, দেশের মানুষ এখন জানতে চায়—কোন রাজনৈতিক দল কী পরিকল্পনা নিয়ে সামনে এগোতে চায়। “বিএনপি জনগণের সামনে স্পষ্ট পরিকল্পনা উপস্থাপন করেছে। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যাদের অভিজ্ঞতা আছে কীভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হয়,” বলেন তিনি।

তারেক রহমান আরও বলেন, ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে, যাতে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আবার মানুষের অধিকার কেড়ে নেওয়া না যায়। তিনি বলেন, “গত ১৬ বছর যারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ করেছেন, তাদের সেই সংগ্রাম যেন আবার কোনো ষড়যন্ত্রে স্তব্ধ হয়ে না যায়—এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।”