বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণার অভিযোগে অব্যাহতি পাওয়া মুয়াজ্জিনের পাশে দাঁড়ালেন তারেক রহমান

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ন, ২৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৬:১৬ অপরাহ্ন, ২৯ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে চাকরিচ্যুত হওয়া এক মুয়াজ্জিনের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে “বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোয় মুয়াজ্জিনকে অব্যাহতি” শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। এর পরিপ্রেক্ষিতে তার নির্দেশনায় এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) নওগাঁয় চাকরিচ্যুত মুয়াজ্জিন আল আমীন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন সংগঠনের একটি প্রতিনিধি দল।

আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন)। তিনি তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং মুয়াজ্জিন আল আমীন চৌধুরীকে আগামী দুই মাসের অগ্রিম বেতন প্রদানের পাশাপাশি ভবিষ্যতেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য শাহাদত হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রনি, নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রওনক ইসলাম রওনকসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন: শ্যামপুরে হাসিনা রওশন জাহানের বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ