ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় গুলিস্তানের আগুন নিয়ন্ত্রণে

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৫ | আপডেট: ৭:৩৮ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট চেষ্টায় বেলা ১১টা ১২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। 

আরও পড়ুন: আগারগাঁওয়ে গ্যাস লিকেজে বিস্ফোরণ: একই পরিবারের ৬ জন দগ্ধ

ফায়ার সার্ভিস জানায়, সকাল ১০টার দিকে মার্কেটের একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ধোঁয়ায় ছেয়ে যায় পুরো ভবন। এতে ভবনের অন্যান্য ফ্লোরে থাকা দোকানিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে মাইকিং করে দোকানদারদের ভবন থেকে নিরাপদে বেরিয়ে আসার আহ্বান জানায়। অগ্নিনির্বাপণ কার্যক্রমে সহযোগিতার জন্য সাধারণ মানুষকেও অনুরোধ করা হয়।

আরও পড়ুন: গজারিয়াতে সিলিন্ডার বিস্ফোরণে দুই বাড়ি ভস্মীভূত, ক্ষতি প্রায় ১৫ লাখ টাকা

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।