পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক শারদীয় দুর্গাপূজা উদযাপনে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান পিপিএম, এনডিসি।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) ডিএমপি কমিশনার রাজধানীর ঢাকেশ্বরী ও খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনের পূজামণ্ডপ এর নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।
আরও পড়ুন: ঢাকার ৫০ থানার ওসিসহ ঊর্ধ্বতন ব্যাপক রদবদল

ডিএমপি কমিশনার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পূজামন্ডপগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের ও সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করেন। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ঢাকা মেট্রোপলিটন পুলিশের নেয়া নিরাপত্তা ব্যবস্থা ও পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেন।
আরও পড়ুন: ডিএমপিতে বড় রদবদল
এসময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ ইসরাইল হাওলাদার; অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক; ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি





