তিন দিনের শোক পালনে পুলিশের জরুরি নির্দেশনা

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ন, ৩০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:২৪ অপরাহ্ন, ৩০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই মহাপ্রয়াণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গভীরভাবে শোকাহত।

খালেদা জিয়ার মৃত্যুতে আগামী বুধবার (৩১ ডিসেম্বর, ২০২৫) হতে শুক্রবার (২ জানুয়ারি, ২০২৬) পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এমতাবস্থায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ধারা-২৮ ও ২৯ এর অর্পিত ক্ষমতাবলে নিম্নোক্ত জরুরি নির্দেশনা জারি করেছে:

আরও পড়ুন: নির্বাচনে লেথাল ওয়েপন ব্যবহার করবে না বিজিবি

১. উক্ত সময়ে ঢাকা মহানগর এলাকায় সকল ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন উড়ানো নিষিদ্ধ।

২. উন্মুক্ত স্থানে কোন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‍্যালী বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না।

আরও পড়ুন: নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তা: সারাদেশে ৩৭ হাজারের বিজিবি মোতায়েন

৩. উচ্চ শব্দে গাড়ীর হর্ন বাজানো বা গণ-উপদ্রব সৃষ্টি করে এমন কোনো কর্মকান্ড করা যাবে না।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।