ঝিলমিল এলাকায় নির্মাণাধীন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করলেন রাজউক চেয়ারম্যান
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম ঝিলমিল আবাসিক এলাকায় নির্মাণাধীন স্কুল ও কলেজ ভবন, মসজিদ এবং কবরস্থানের বাস্তবায়ন অগ্রগতি পরিদর্শন করেছেন।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) তিনি এসব স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রকল্প এলাকার সামগ্রিক উন্নয়ন কার্যক্রম তদারকি করেন।
আরও পড়ুন: চিড়িয়াখানা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরেছে
পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান বলেন, “ঝিলমিল প্রকল্পের মতো পরিকল্পিত ও নাগরিক সুযোগ-সুবিধা সম্বলিত এত বৃহৎ পরিসরের আবাসিক এলাকায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নির্মাণাধীন এই শিক্ষাপ্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান, দৃষ্টিনন্দন উপাসনালয়, নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে রাজউক নিরলসভাবে কাজ করছে।”
আরও পড়ুন: জাতীয় চিড়িয়াখানায় খাঁচা ছেড়ে বেরিয়ে এলো সিংহ, আতঙ্ক নেই
ঝিলমিল প্রকল্পের ২ নম্বর সেক্টরে ০.৭৪ একর জমিতে চারতলা মসজিদ এবং ০.৯৪ একর জমিতে ছয়তলা স্কুল ও কলেজ ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে। এই প্রতিষ্ঠানটি ‘রাজউক ঝিলমিল মডেল কলেজ’ হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।
প্রতিষ্ঠানটির নির্মাণকাজ যাচাই-বাছাইয়ের জন্য রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. এনামুল ইসলাম ও কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দের সমন্বয়ে একটি প্রতিনিধি দল নির্মাণাধীন ভবনটি পরিদর্শন করেন।
চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম নির্মাণ কাজ দ্রুত সম্পন্নের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং বলেন, “অতিদ্রুত ঝিলমিল আবাসিক এলাকাকে বাসযোগ্য ও নাগরিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ করতে সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।”
পরিদর্শনকালে রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মোহাম্মদ বশিরুল হক ভূইয়া, প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলাম ও মো. মোবারক হোসেন, ঝিলমিল আবাসিক প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আমিনুর রহমানসহ রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া রাজউক উত্তরা মডেল কলেজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।





