ধানমন্ডি ৩২-এ ছাত্র-জনতার বুলডোজার আটকে দিল সেনাবাহিনী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ৪:৪৬ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে সোমবার দুপুরে পুলিশের সঙ্গে উপস্থিত জনতার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। একই সময়ে দুটি বুলডোজার ধানমন্ডি-৩২-এ প্রবেশের চেষ্টা করলে সেনাবাহিনী তাদের বাধা দিয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, দেশের আইন অনুযায়ী এমন ধরনের কাজের অনুমতি দেওয়া সম্ভব নয়।

দুপুর ১২টার দিকে ট্রাকে করে দুটি বুলডোজার ধানমন্ডি ৩২-এ নেওয়া হয়। এ সময় বুলডোজারের ওপর কিছু তরুণকে স্লোগান দিতে দেখা যায়। পরে সেনাবাহিনী ওই তরুণদের বুলডোজার থেকে নামিয়ে দেয়।

আরও পড়ুন: চিড়িয়াখানা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরেছে

সরেজমিনে দেখা গেছে, এক্সকাভেটর নিয়ে এগোতে চাইলে ছাত্র-জনতাকে থামাতে পুলিশ ও সেনা লাঠিচার্জ করে। এতে ছাত্র-জনতা ক্ষুব্ধ হয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এরপর ধাওয়াপাল্টি শুরু হলে পুরো এলাকা থমথমে হয়ে যায়।

ছাত্র-জনতা এক্সকাভেটরের সঙ্গে অবস্থান নিয়ে নানা বিক্ষোভমূলক স্লোগান দেন, যার মধ্যে ছিল— ‘মুজিব বাদের আস্তানা এই বাংলায় হবে না’, ‘৩২ নম্বর বাড়িটি ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’।

আরও পড়ুন: জাতীয় চিড়িয়াখানায় খাঁচা ছেড়ে বেরিয়ে এলো সিংহ, আতঙ্ক নেই

জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক নাহিদ হাসান বলেন, শেখ হাসিনার রায় ঘোষণার পরপরই আমরা ৩২ নম্বর বাড়িটি গুঁড়িয়ে দিতে চাই। এখান থেকেই আমাদের ভাই-বোন, মা-বাবাকে গুলির নির্দেশ দেওয়া হয়েছিল। সেই বাড়ির কোনো স্মৃতি আর রাখতে চাই না।

এর আগে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি রাতে একটি বুলডোজার ধানমন্ডি ৩২-এ প্রবেশ করে বাড়িটি ক্ষতিগ্রস্ত করে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঐতিহাসিক বাড়িটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল।