পল্লবী থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার
রাজধানীর পল্লবী থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় তিনটি রিভলভার ও ৭৩ রাউন্ড তাজা কার্তুজসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল আনুমানিক ৪:৪৫ ঘটিকায় মিরপুর-১১ এর ব্লক-সি এলাকায় অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: হাদি হত্যার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ, যান চলাচল বন্ধ
পল্লবী থানা সূত্রে জানা যায়, পল্লবী থানার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পল্লবী থানাধীন মিরপুর ১১ এর ছয় তলা বিশিষ্ট পুরাতন সিটি কর্পোরেশন মার্কেটের তৃতীয় তলায় পরিত্যক্ত অবস্থায় কিছু অস্ত্রগুলি রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে তিনটি রিভলভার, ৭৩ রাউন্ড তাজা কার্তুজ, একটি রিভালবারের কাভার, একটি চাপাতি ও দুইটি ছোট ছুরি উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ।
উদ্ধারকৃত অস্ত্রগুলোর উৎস এবং মূল রহস্য উন্মোচনের জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: তারেক রহমানের আগমন উপলক্ষ্যে ঢাকা–১৮ বিএনপির শোকরানা দোয়া ও প্রস্তুতি সভা





