টাইগারদের পেস আক্রমণে বিপদে আফগানিস্তান

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ন, ১৫ জুন ২০২৩ | আপডেট: ১০:১১ পূর্বাহ্ন, ১৫ জুন ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মাত্র ১৮ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। স্কোরবোর্ডে আর ৬ রান যোগ হতেই ইবাদত হোসেনের বলে আউট হন ওপেনার আব্দুল মালিক। মধ্যাহ্নবিরিতের আগের ওভারে ইবাদতের বলে রহমত শাহ (৯) সাজঘরে চলে যান। আফগানিস্তান ৩ উইকেটে ৩৫ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে যায় ।

এর পূর্বে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৮২ রানে সবাই আউট হয়ে যায়। প্রথম দিনে সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত (১৪৬) কিন্তু সেঞ্চুরি মিস করেন ওপেনার মাহমুদুল হাসান (৭৬)।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে সাকিব আল হাসানের শ্রদ্ধা

শান্ত আর মাহমুদুলের দ্বিতীয় উইকেট জুটি ছিল ২১২ রানের। তবে আজ দ্বিতীয় দিনে মাত্র ২০ রান যোগ করে শেষ পাঁচ ব্যাটসম্যান। মুশফিকুর রহিমের সঙ্গে দারুণ জুটি গড়া মেহেদি হাসান মিরাজ (৪৮) দিনের শুরুতেই ফেরেন ইয়ামিন আহমেদজাইয়ের বলে।

মুশফিকুর রহিমের সঙ্গে ষষ্ঠ উইকেট জুটি ছিল ৮৩ রানের। পরের ওভারেই নিজাত মাসুদের বাউন্সারে খোঁচা মেরে স্লিপে ধরা পড়েন মুশফিক (৪৭)।

আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ

লোয়ার অর্ডারের কেউই তেমন সুবিধা করতে পারেননি। অভিষিক্ত নিজাত মাসুদ ১৬ ওভারে ৭৯ রানে ৫ আর ইয়ামিন আহমেদজাই ৩৯ রানে ২টি উইকেট নিয়েছেন।