গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন তারেক রহমান
ধানের শীষের পাশাপাশি গণভোটে হ্যাঁ'র পক্ষে রায় দেওয়া আহবান জানিয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আজ শুক্রবার রাতে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় তিনি নেতাকর্মী ও ভোটারদের এই আহবান জানান।
আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান
তারেক রহমান বলেন, আপনেরা জানেন আমরা ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিলাম। অন্তবর্তীকালীন সরকার একটি সংস্কার কমিশন করে। কমবেশি সব রাজনৈতিকদল সে সংকার কমিশনে তাদের সংস্কার প্রস্তাব উপস্থাপন করে। আমরা সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছি। হতেপারে কিছু সংস্কার প্রস্তাবে দ্বিমত আছে। আমরা লুকুচাপা করেনি, কোনটিতে সম্মতি দিয়েছি, কোনটিতে ডিসএগ্রিমেন্ট(দ্বিমত) আছে। লুকুচাপার কোন বিষয় নয়-যে অধিকার ফেরানোর জন্য আবু সাঈদ ওয়াসিমসহ হাজারো ছাত্রজনতা জীবন উতসর্গ করেছে-তাদের এই জীবনের মূল্য দিতে আমরা জুলাই সনদ স্বাক্ষর করেছি।
নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশ্য তারেক রহমান বলেন, এখন ভোট কেন্দ্রে গিয়ে একটি বেলটে ধান শীষের সিল মারুন, অন্য ব্যালটে হ্যাঁ'র পক্ষে রায় দেন।
আরও পড়ুন: ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!





