চট্টগ্রাম বিমানবন্দরে মোবাইল ফোনের বড় চালান আটক
চট্টগ্রাম বিমানবন্দরে যৌথ অভিযান চালিয়ে ১৮ লক্ষ ৩০ হাজার টাকার মূল্যমানের মোবাইল ফোনের একটি বড় চালান আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং শুল্ক গোয়েন্দা সংস্থা। আজ রোববার(২৬ জানুয়ারি) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-152 ফ্লাইটে শারজাহ থেকে আগত একটি যাত্রীবিহীন পরিত্যক্ত ট্রলি ব্যাগ থেকে ৯৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ও শুল্ক গোয়েন্দা সংস্থা যৌথভাবে অভিযান চালিয়ে উদ্ধার করা মোবাইল ফোনগুলোর মধ্যে ৪৯টি Samsung স্মার্টফোন এবং ৪৬টি Nokia বাটন ফোন ছিল। উদ্ধারকৃত পণ্যসামগ্রী বর্তমানে বিমানবন্দর কাস্টমসের নিকট হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা: ধর্ষণ ও প্ররোচনার অভিযোগে দুই শিক্ষক গ্রেপ্তার
আনুমানিক বাজারমূল্য অনুযায়ী, ৪৯টি Samsung স্মার্টফোনের মূল্য প্রায় ১৭,১৫,০০০ টাকা এবং ৪৬টি Nokia বাটন ফোনের মূল্য আনুমানিক ১,১৫,০০০ টাকা। এই উদ্ধারকৃত পণ্যসামগ্রীতে মোট আনুমানিক রাজস্ব আয় ১৮,৩০,০০০ টাকা।





