বেতনের দাবিতে রাস্তায় নামছেন এফডিসির কর্মকর্তা-কর্মচারীরা

গত চার মাস ধরে বেতন পাচ্ছে না বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) কর্মকর্তা-কর্মচারীগণ।
অন্যদিকে ক’দিন পরই শুরু হচ্ছে রমজান মাস। সব মিলিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন এফডিসির ২১২ জন কর্মকর্তা-কর্মচারী। উপায় না দেখে বেতন-ভাতার দাবিতে আগামী ১১ মার্চ এফডিসির জহির রায়হান কালার ল্যাবের সামনে মানববন্ধন করবেন তাঁরা।
আরও পড়ুন: নেপাল চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি সিনেমার দুটি পুরস্কার অর্জন
খোঁজ নিয়ে জানা গেছে, বেতন অনিশ্চিত হওয়ার পেছনে মূল কারণ এফডিসির আয় কমে যাওয়া। একসময় প্রতিষ্ঠানটি লাভজনক ছিল, সরকারের রাজস্বেও যোগান দিত। বর্তমানে আয় কমার পেছনের কারণগুলো হলো—৩৫ মিলিমিটারে (সেলুলয়েড) সিনেমা নির্মাণের সময় কাঁচা ফিল্ম বিক্রয় বা ল্যাব প্রিন্ট হতো, ডিজিটাল প্রযুক্তি আসার পর সেটি এখন বন্ধ। এ ছাড়া এফডিসির ভবন নির্মাণে তিনটি ফ্লোর ভেঙে ফেলাতে প্রতিষ্ঠানটির ৭০ ভাগ আয় কমে গেছে। পাশাপাশি দেশে সিনেমা হল কমে যাওয়ায় প্রযোজকদের সিনেমা নির্মাণের আগ্রহও কমেছে।
বর্তমানে ফ্লোর, ক্যামেরা, ডাবিং, এডিটিং, লাইট, কালার গ্রেডিং, বিএফএক্স, শুটিং স্পট ইত্যাদি ভাড়া দেওয়ার মাধ্যমে মাসে প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা আয় হয় এফডিসির। তার বিপরীতে ২১২ জন কর্মকর্তা-কর্মচারীর বেতন, বিদ্যুৎ-পানির বিলসহ আনুষঙ্গিক খরচ মাসে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা। আয় কমাতে এফডিসি এখন চরম সংকটে।
আরও পড়ুন: একমঞ্চে শাকিব-সাকিব