সরকার ৮০ হাজার টন টিএসপি ও পটাশ সার কিনবে

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ন, ২৪ মে ২০২৩ | আপডেট: ৬:৩২ অপরাহ্ন, ২৪ মে ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বর্তমান সরকার কানাডা ও মরক্কো থেকে ৮০ হাজার টন টিএসপি ও পটাশ সার ক্রয় করতে যাচ্ছে। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে সার কেনার আলাদা আলাদা ২টি প্রস্তাব অনুমোদন দিয়েছে। ২ লটে সার ক্রয়ে খরচ হবে ৩৪৬ কোটি ৭১ লাখ ৯৩ হাজার ২০০ টাকা।

বুধবার (২৪ মে) দুপুরে ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক সভায় এ সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান সাংবাদিকদের সার কেনা বিষয়ে বিস্তারিত জানান।

আরও পড়ুন: ডিএসইতে বড় দরপতন: ১৩ কার্যদিবসে সর্বনিম্ন লেনদেন

অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি, এস.এ থেকে  ১২০ কোটি ৩ লাখ ৭৯ হাজার ২০০ টাকায় তৃতীয় লটে ৩০ হাজার টন টিএসপি সার ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের এক প্রস্তাবের প্রেক্ষিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে  ২২৬ কোটি ৬৮ লাখ ১৪ হাজার টাকায় ৫০ লটে ৫০ হাজার টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার  ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ্টা