সয়াবিনের দাম লিটারে কমল ১০ টাকা

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ন, ২০ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ১০:৪৩ পূর্বাহ্ন, ২০ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমিয়ে ১৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া খোলা সয়াবিন তেলের দাম কমিয়ে ১৪৯ টাকা করা হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় টাস্কফোর্সের বৈঠক শেষে এতথ্য জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। নতুন এই দাম ১ মার্চ থেকে কার্যকর হবে।

আরও পড়ুন: ডিএসইতে বড় দরপতন: ১৩ কার্যদিবসে সর্বনিম্ন লেনদেন

উল্লেখ্য, আগে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৭৩ টাকা, এখন ১০ টাকা কমিয়ে তা ১৬৩ টাকা করা হয়েছে। আর খোলা সয়াবিন তেল দাম কমার পর বিক্রি হবে ১৪৯ টাকায়। তবে আপাতত পাম তেলের দাম কমানো হচ্ছে না বলে জানান প্রতিমন্ত্রী। 

নির্ধারিত দামে বিক্রি করা না হলে ১৯৫৬ সালের এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট, ভোক্তা অধিকার আইন ও বিশেষ ক্ষমতা আইনে প্রয়োজনে মামলা করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুন: ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ্টা