গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার

Sadek Ali
নেওয়াজ আহমেদ পরশ, গোপালগঞ্জ
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ন, ২৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:১৬ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গোপালগঞ্জের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে হোটেলের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম আলহাম মিয়া (৬১)। তিনি রাজবাড়ী সদর উপজেলার কাজীকান্দা গ্রামের ইউছুব মোল্যার ছেলে।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহ আলম দৈনিক বাংলাবাজার পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ২৫ নভেম্বর দাপ্তরিক কাজে রাজবাড়ী থেকে গোপালগঞ্জ এসে হোটেলে উঠেছিলেন আলহাম মিয়া। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে ৯টার দিকে তিনি কক্ষেই ছিলেন। সকালে তিনি ঘুম থেকে না ওঠায় হোটেল কর্মীদের সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে কক্ষের দরজা খুলে ভেতরে প্রবেশ করে।

ওসি শাহ আলম আরও বলেন, ভেতরে গিয়ে দেখি তিনি বিছানার পাশে পড়ে আছেন এবং পাশে বমিও করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। তবে নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

এ ঘটনায় নিহতের পরিবারকে জানানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।