এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন বোর্ড গঠন
বেসরকারি খাতের এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদকে ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের দেওয়া এক আদেশে বৃহস্পতিবার (২৯ আগস্ট) এই সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘদিন ধরে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা নজরুল ইসলাম মজুমদারকে সরিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক আদেশে বৃহস্পতিবার (২৯ আগস্ট) ব্যাংকটির পর্ষদ বাতিল করা হয়। একই আদেশে নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ডিএসইতে বড় দরপতন: ১৩ কার্যদিবসে সর্বনিম্ন লেনদেন
পাঁচ সদস্যের নতুন পরিচালনা পর্ষদে আছেন— উদ্যোক্তা পরিচালক নজরুল ইসলাম স্বপন, নূরুল আমিন ও অঞ্জন কুমার সাহা। আর স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এস এম রেজাউল করিম এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট খন্দকার মামুনকে।
নতুন বোর্ড গঠনের মাধ্যমে দীর্ঘদিনের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাছরিন ইসলামকে সরিয়ে দেওয়া হলো। বিগত সরকারের সময়ে প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তিনি ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন ‘বিএবি’র চেয়ারম্যানের পদ দখলে রাখেন।
আরও পড়ুন: ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ্টা
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এরই মধ্যে নাসা গ্রুপের নজরুল ইসলাম ও তার স্ত্রীর অ্যাকাউন্ট ফ্রিজ করেছে।
গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর নজরুল ইসলামকে আর প্রকাশ্যে দেখা যায়নি।





