ডাকসু নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, হচ্ছে সেনাবাহিনী মোতায়ন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৫ | আপডেট: ২:৫৮ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাবি প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ভোটের দিনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে। একই সঙ্গে ভোট শেষ হওয়ার পর ফলাফল ঘোষণার আগ পর্যন্ত প্রতিটি কেন্দ্র সেনা সদস্যরা কর্ডন করে রাখবেন।

সোমবার অনুষ্ঠিত রিটার্নিং কর্মকর্তাদের সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার (চিফ রিটার্নিং অফিসার) অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, “ভোটের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রধান প্রবেশ পথে সেনা সদস্য মোতায়েন থাকবে। ভোট শেষ হওয়ার পর ফল প্রকাশ না হওয়া পর্যন্ত সেনারা ভোটকেন্দ্র ঘিরে রাখবে, যাতে বাইরের কেউ প্রবেশ করতে না পারে।”

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের আইবিএ এমবিএ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

তিনি আরও জানান, নিরাপত্তার অংশ হিসেবে নির্বাচনের দিন মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে। পাশাপাশি ভোটের সাত দিন আগে থেকেই কোনো বহিরাগতকে হলগুলোয় অবস্থানের অনুমতি দেওয়া হবে না।

এদিকে মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু হয়েছে। প্রার্থীদের জন্য পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিল ব্যবহারের বিষয়ে নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রচার কার্যক্রম শুধুমাত্র নির্ধারিত সময়ে হলে পরিচালনা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন: জ্যোতির্বিদদের অনুসন্ধানে উন্মোচিত মহাবিশ্বের রহস্য

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।