ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাবি ক্যাম্পাসে তিন দিনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১২:১৮ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে তিন দিনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম বুধবার পর্যন্ত চলবে। নিরাপত্তা কার্যক্রম পরিচালনার জন্য টিএসসিতে বিশেষ সাব-কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, সোমবার নিরাপত্তার দায়িত্বে থাকবেন পুলিশের ১,৪৯১ সদস্য, যার মধ্যে নারী পুলিশ ১৭৫ জন। নির্বাচনের দিন মঙ্গলবার দায়িত্ব পালন করবেন ২,০৬৪ সদস্য (নারী ২১৫ জন) এবং নির্বাচনের পরদিন বুধবার থাকবেন ৮১৯ জন (নারী ৭৫ জন)। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ, বোম নিষ্ক্রিয়করণ দল, সোয়াট টিম ও ড্রোন ক্যামেরা থাকবে।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের আইবিএ এমবিএ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের ভোট দেওয়ার সুবিধার্থে ক্যাম্পাসে চক্রাকার শাটল সার্ভিস চালু রাখা হবে। সোমবার সকাল ৭টা ৪৫ মিনিট থেকে বিকাল ৩টা ৫০ মিনিট পর্যন্ত শাহবাগ থেকে আটটি ভোটকেন্দ্রে এই সার্ভিস চলবে।

অন্যদিকে, ঢাকার মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার বিকেল ৪টা থেকে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ থাকবে। নির্বাচনের দিনে রিকশা ও মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে; শুধু স্টিকারযুক্ত যানবাহন চলাচল করতে পারবে।

আরও পড়ুন: জ্যোতির্বিদদের অনুসন্ধানে উন্মোচিত মহাবিশ্বের রহস্য

নিরাপত্তা জোরদারে ক্যাম্পাসে স্থাপন করা হয়েছে ফুট প্যাটেল, ব্যারিকেড চেকপোস্ট এবং রিজার্ভ ফোর্স। টিএসসি কন্ট্রোল রুম থেকে সব কার্যক্রম মনিটরিং করা হবে। থাকবে একটি এপিসি, একটি ওয়াটার ক্যানন, একটি কমান্ড ভেহিকেল ও একটি অ্যাম্বুলেন্স।

ডিএমপি কমিশনারের তত্ত্বাবধানে সার্বিক বিষয় তদারকি করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন), জয়েন্ট কমিশনার (অপারেশন) ও এসি অপারেশন।